আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব চেক রিপাবলিকে বহুতল ভবনে আগুন, ১১ জনের মৃত্যু

চেক রিপাবলিকে বহুতল ভবনে আগুন, ১১ জনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২০ , ১২:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মধ্য ইউরোপের দেশ চেক রিপাবলিকে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে পাঁচজন আগুনে বাঁচতে ১১ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ অগ্নিকাণ্ডে দমকলের দুই কর্মী ও একজন পুলিশসহ আরও ১০ জন আহত হয়েছেন।
চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে ৩৮০ কিলোমিটার দূরের শহর বহুমিনের অ্যাপার্টমেন্ট ভবনে শনিবার স্থানীয় সময় বিকালে এ আগুন লাগে। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ তলা ভবনের ১১ ও ১২ তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অ্যাপার্টমেন্ট ভবনে। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ভয়ে অনেকে লাফ দেন উঁচু ভবন থেকে।
দেশটির ৩০ বছরের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছে আলজাজিরা।
মোরাভিয়ান-সিলেসিয়ান দমকল বাহিনীর প্রধান ভ্লাদিমিয়ের ভারচেক জানান, অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরে তিনজন পূর্ণবয়স্ক লোক ও তিনটি শিশু মারা যায়। পাঁচজন ভবনটি থেকে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান।

পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কীভাবে থেকে আগুন লেগেছে তদন্তকারীরা তা নির্ধারণের চেষ্টা করছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জন হ্যামাকের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদন বলছে, আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ আগুনের কারণ জানতে অনুসন্ধান শুরু করেছে।