আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘চেন্নাই এক্সপ্রেস’ ছুটবে কার?

‘চেন্নাই এক্সপ্রেস’ ছুটবে কার?


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৩ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : শাহরুখ খানের চলচ্চিত্রে তখন ভাটার টান। নানাবিধ কারণে সময়টাও খারাপ যাচ্ছিল। ২০১৩ সালে রোহিত শেট্টির ‘চেন্নাই এক্সপ্রেস’ আর্শীবাদ হয়ে আসে তার অনস্ক্রিন জীবনে। সবচেয়ে দ্রুততম সময়ে ১ বিলিয়ন রূপি আয় করে বক্স অফিস থেকে। আর ওই সময়ে ভারতের ২২তম চলচিত্র হিসেবে সর্বকালের সেরা তালিকায় জায়গা পায়। এতোটাই উন্মাতাল আর উন্মাদনা ছড়িয়েছিল যে, ৫৯তম ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ডের সাতটি পুরস্কার জিতেছিল ‘চেন্নাই এক্সপ্রেস।’ ভারতে ক্রিকেট আর চলচ্চিত্র এক দাঁড়িপাল্লায় মাপা হয়। একে অপরের পরিপূরক। দশ দলের এই বিশ্বকাপ এখন রঙ ছড়িয়েছে গোটা দেশে। নানা পথ আর অলিগলি ঘুরে সেই চেন্নাইয়ে এসেছে বিশ্বকাপের গাড়ি। যদিও ভারত এবং অস্ট্রেলিয়া এই অঞ্চলে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়েছে কিছুদিন আগে। এবার সেই স্টেশনে থেমেছে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বাহন। হাসিমুখে এই গন্তব্য পেরিয়ে কার পথ ছুটবে অন্য গন্তব্যে? চেন্নাই এক্সপ্রেস ছুটবে কার? শুক্রবার ব্যাট-বলের যুদ্ধ শেষেই তা জানা যাবে। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। দুই দল দুই পরিস্থিতিতে দাঁড়িয়ে। বাংলাদেশ বিশ্বকাপে পথচলা দারুণভাবে শুরু করে আফগানিস্তানকে হারিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে স্রেফ আত্মসমর্পণ করে। ব্যাটিং, বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও গোটা দল ছিল বিবর্ণ। তাতে ১৩৭ রানের বিশাল পরাজয়কে সঙ্গী করে ধর্মশালা থেকে চেন্নাই পৌঁছায় দল। অন্যদিকে গত বিশ্বকাপের রানার্সআপ নিউ জিল্যান্ড এবারের যাত্রা শুরু করে ৯ উইকেটের বিশাল জয়ে। সেটাও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচেও ছিল একই ধারাবাহিকতা। নেদারল্যান্ডকে তারা হারায় দারুণ পেশাদার পারফরম্যান্সে। দুই দলের জন্য বিশ্বকাপের তৃতীয় ম্যাচ। এই ম্যাচের পর একে একে আরো ভালো ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলবে প্রত্যেকে। তাই চেন্নাইয়ে হাসিমুখে সফর শেষ করতে চায় দুই দলই। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরই পুনেতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তাই এই ম্যাচ থেকে জয় নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ, ‘প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য জরুরি। আমার মনে হয় না, এখনই সেমিফাইনাল নিয়ে চিন্তা করা খুব জরুরি। একটা একটা করে ম্যাচ যেতে চাই। যদি কালকের ম্যাচটা ভালোভাবে শেষ করি তাহলে যে লক্ষ্যটা থাকবে সেখানে বেশ ভালভাবে এগোতে পারব।’
শিরোপার প্রত্যাশায় থাকা নিউ জিল্যান্ডের হয়ে এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন কেন উইলিয়ামসন। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হচ্ছে তার। মাঠে নামতে মুখিয়ে থাকা এই ক্রিকেটার বলেছেন, ‘বেশ লম্বা একটা ভ্রমণ ছিল। বেশ ভালোই ছিল তা, ভালোই অগ্রগতি হয়েছে। বিশ্বকাপ দলে জায়গা পাওয়াটাই রোমাঞ্চকর ছিল। আজকে এখানে বসে থাকতে পারা ও কালকে খেলতে পারাও হবে দারুণ। আরেকটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষৃ বিশ্ব মঞ্চে এরকমই হয়। আমরা মুখিয়ে আছি মাঠে নামার জন্য।’

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহ করার বড় কারণ উপ-মহাদেশের উইকেট। যেমনটা বলেছেন কেন উইলিয়ামসন, ‘নিশ্চিতভাবেই উপমহাদেশের এসব কন্ডিশনের সঙ্গে তারা (বাংলাদেশ) অনেক বেশি পরিচিত এবং তাদের দলে ম্যাচ জেতানোর মতো অনেক খেলোয়াড় আছে। আর আমি সব সময় একটা কথাই বলি, এরকম বৈশ্বিক টুর্নামেন্ট আসলে দেখা যায়, প্রতি বছর এমন অনেক দল থাকে যারা কন্ডিশনভেদে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়দের সহায়তায় একে অপরকে হারাতে পারে।’

সহ-অধিনায়ক সংবাদ সম্মেলনে আসলেও দল সম্পর্কে তেমন কোনো ধারণা দিতে পারেননি। বিশেষ করে একাদশে কয়জন পেসার, কয়জন স্পিনার থাকতে পারে সেটা নিয়ে কোনো ধারণাই নেই তার। সঙ্গে উইকেট দেখে না আসায় তেমন কিছু ইনপুটও দিতে পারলেন না, ‘উইকেট দেখার পর অধিনায়ক-কোচ সিদ্ধান্ত নেবেন আমরা কয়জন স্পিনার বা পেসার নিয়ে খেলব। এটা উইকেট দেখার পর বোঝা যাবে। আমার মনে হয়, এখানে যারা এসেছে সবাই পারফর্ম করে এসেছে। সবার মধ্যে সেই সামর্থ্য আছে।’

দুই দল ওয়ানডেতে ৪১ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় দুই অঙ্কে পৌঁছেছে। নিউ জিল্যান্ড জিতেছে ৩০টি। একটি হয়েছে পরিত্যক্ত। বঙ্গপোসাগরের তীরে দুই দলের আরেকটি ক্রিকেটীয় যুদ্ধে তেমন কোনো উন্মাদনা নেই। খোঁজ নিয়ে জানা গেছে, স্টেডিয়ামের অর্ধেক টিকিটও বিক্রি হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জোর চেষ্টা একে ওকে টিকিট দিয়ে গ্যালারি হাউসফুল করতে। সেই চেষ্টায় কতটুকু সফল হবেন তারা?‘চেন্নাই এক্সপ্রেস’ ছোটার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উন্মাদনা ছড়ায় কিনা সেটাও দেখার।