আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ছুটি শেষে পুঁজিবাজারে লেনদেন শুরু

ছুটি শেষে পুঁজিবাজারে লেনদেন শুরু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২২ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে টানা চারদিনের ছুটি শেষে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে আজ (১২ জুলাই)। মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়। একই সময় শুরু হয় বিমা খাতের লেনদেন। এর গত বৃহস্পতিবার ঈদের আগে পুঁজিবাজারে শেষ লেনদেন হয়। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। এর পরে কোরবানির ঈদ উপলক্ষে রোববার ও সোমবার দুদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে সোমবার (১১ জুলাই)। আজ মঙ্গলবার (১২ জুলাই) খুলেছে অফিস-আদালত।