আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘ছোট স্তন’ ক্যারিয়ারের শুরুতেই রাধিকার বড় বিড়ম্বনা

‘ছোট স্তন’ ক্যারিয়ারের শুরুতেই রাধিকার বড় বিড়ম্বনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৩ , ৩:৫৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  রাধিকা আপ্তে মুখরা না হলেও মুখচোরা নন। নিন্দুকের কথা কানে তোলার মানুষ তিনি কখনও ছিলেন না। যে কারণে ক্যারিয়ারের শুরুতে যথেষ্ট বিড়ম্বনা সয়েও ১৭ বছর পাড় করে দিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। গায়ের রং এমনকি শারীরিক গড়নের কারণে ফসকে গেছে একাধিক সিনেমা। তারপরও আত্মবিশ্বাস হারাননি তিনি।

রাধিকা আপ্তের নতুন সিনেমা ‘মিসেস আন্ডারকভার’। স্পাই কমেডি ধাঁচের এই সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে অকপটে তিনি বলেছেন ক্যারিয়ারের শুরুর দিকের কথা।

শুধু তাই নয়, রাধিকা জানান, বলিউডে পা রাখতেই তার স্তনের আকার থেকে নাকের গঠন নিয়ে নানা মন্তব্য শুনতে হয়। রাধিকার কথায়, ‘আমার স্তনের আকার ছোট, নাকটাও ঠিক না। বড় স্তন না হলে নাকি কাজ পাওয়া যায় না বলেছে অনেকে। কারণ তারা এটা তাদের অধিকার মনে করেছে।’

তবে নিন্দুকের কথায় নিজেকে পাল্টাতে যাননি রাধিকা। কৃত্রিম সৌন্দর্যের দাসত্ব করে নয়, বরং রাধিকা নিজের শর্তে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন এতোগুলো বছর।