আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// জঙ্গি সন্দেহে কুলাউড়ায় আরও ১৭ জন আটক

জঙ্গি সন্দেহে কুলাউড়ায় আরও ১৭ জন আটক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৩ , ৪:৪৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


সিলেট অফিস ও কুলাউড়া সংবাদদাতা : জঙ্গি সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৭ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে আটক করা ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার সোহেল তানজিম রয়েছেন। এছাড়া আব্দুল আহাদ মেন্দি নামের একজন পঙ্গুও রয়েছেন।
উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন জঙ্গি সন্দেহে তাদের আটক করে। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়েছে।
মৌলভীবাজার জেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সেই জঙ্গি আস্তানা থেকে পলায়ন করা এই ১৭ জনই জঙ্গি।
আটকের পর পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটে (সিটিটিসি) খবর দেওয়া হয়েছে। আটককৃতরা জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য হতে পারে বলে মনে করছেন ইউপি চেয়ারম্যান মুহিবুল। এর আগে শনিবার সকালে কর্মধা ইউনিয়নের বাইশালী টিলায় থাকা জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষসহ ১০ জঙ্গি ও ৩ শিশুকে আটক করে সিটিটিসি, সোয়াট ও পুলিশ। এ সময় অভিযানের খবর পেয়ে অনেকেই পাহাড়ের ভেতরে আত্মগোপনে চলে যায়।
অভিযানের পর থেকে স্থানীয় এলাকায় আতঙ্ক কাজ করে। ধারণা ছিল পাহাড়ের ভেতরে সেই আস্তানা থেকে জঙ্গিদের কমান্ডার হিসেবে পরিচিত আব্দুল আহাদ মেন্দিকে কাঁধে বহন করে চলে যায় তারা। সিএনজিচালক রবিউল্লাহ বলেন, আটক অপরিচিত লোক তাদের একজনকে কাঁধে বহন করে নিয়ে গাড়িতে আসে। আমার গাড়িতে তিনজন ওঠে। তারা আমাদের জানায় বনভোজনে এসেছে। তারা বলেছে মৌলভীবাজার যাবে। তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে কথাবার্তা সন্দেহজনক হলে কৌশলে পরিষদে নিয়ে আসি। সিএনজিচালক আবদুল কুদ্দুস বলেন, আমার গাড়িতে ছয়জন অপরিচিত লোক ওঠেন। এর মধ্যে একজন চিকিৎসক। আমিও তাদের নিয়ে পরিষদে আসি। আরেক চালক জানান, আমার গাড়িতে ল্যাংড়া (পঙ্গু) একজন ব্যক্তি উঠেছিল তাদের সহযোগীদের নিয়ে। আমি তাদেরকে রবিরবাজার থেকে পরিষদের ভেতর নিয়ে আসি।