আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জাতীয় উদ্যানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান

জাতীয় উদ্যানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৩ , ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের মধ্য বামিয়ান প্রদেশের ব্যান্ড-ই-আমির জাতীয় উদ্যানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান। রোববার আফগানিস্তানের ধর্ম ও নীতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ খালেদ হানাফি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, নারীরা পার্কের ভেতরে হিজাব পরছেন না। এ বিষয়ে একটি সমাধান না পাওয়া পর্যন্ত নারীদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য আলেম ও নিরাপত্তা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন মহম্মদ খালেদ। ব্যান্ড-ই-আমির পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। ২০০৯ সালে এটি আফগানিস্তানের প্রথম জাতীয় উদ্যানে পরিণত হয়। খালেদ হানাফি জানিয়েছেন, পার্কে দর্শনীয় স্থান দেখতে যাওয়া ‘বাধ্যতামূলক ছিল না।’ বামিয়ানের আলেমরা জানিয়েছেন, যেসব নারী পার্কে যাতায়াত করতেন তারা দর্শনার্থীদের নিয়ম মানতেন না। বামিয়ান শিয়া ওলামা কাউন্সিলের প্রধান সাইয়েদ নাসরুল্লাহ ওয়ায়েজি টোলো নিউজকে বলেন, ‘হিজাব না পরা কিংবা বাজেভাবে হিজাব পরার অভিযোগ রয়েছে, এরা বামিয়ানের বাসিন্দা নয়। তারা অন্য জায়গা থেকে এখানে আসে।’