জাতীয় প্রেসক্লাবের ফল উৎসব
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২৩ , ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : আনন্দঘন পরিবেশ ও ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ফল উৎসবের উদ্বোধন করেন। সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এ সময় উপস্থিত ছিলেন। বাহারি রং ও স্বাদের বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফল দিয়ে সাজানো হয় এই আয়োজন। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ফল উৎসবে অংশ নেন। ক্লাব মিলনায়তনে উৎসবের উদ্বোধনকালে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ইয়াসমিন বলেন, বাঙালির পার্বণের একটি বড় উৎসব হচ্ছে ফল উৎসব। জাতীয় প্রেসক্লাবের আজকের ফল উৎসবও তারই ধারাবাহিকতায় উদযাপন করা হচ্ছে। এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন ক্লাবের সদস্য এবং পরিবার বর্গকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, জাতীয় প্রেসক্লাব সদস্য ও পরিবারবর্গের জন্য প্রতিবছরই জাতীয় প্রেসক্লাব ফল উৎসবের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের উৎসবের আয়োজন করা হয়েছে। আজকের আয়োজন সাফল্যমন্ডিত করার জন্য আমি জাতীয় প্রেসক্লাবের সদস্য এবং তাদের পরিবারবর্গকে কৃতজ্ঞতা জানাই। এই উৎসবে বাঙালির জনপ্রিয় সব লোকসংগীত পরিবেশন করে আনন্দ দেয়ার জন্য নয়ন বাউলা এবং তার দলকে ধন্যবাদ জানাই। উদ্বোধনের পর প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সারিবদ্ধ হয়ে ফল সংগ্রহণ করেন। এসময় বাউল শিল্পীরা ঢোল, তবলা, একতারাসহ বিভিন্ন যন্ত্র নিয়ে গান পরিবেশন করেন। তাদের গানের তালে তালে উৎসব আরো মুখরিত হয়ে উঠে। ফল উৎসবে আম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, কলা, লটকন, করমচা, তাল, জাম, জামরুল, ড্রাগন ফলসহ নানা ধরনের রসালো ফল পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত জনপ্রিয় সব বাউল গান পরিবেশন করেন নয়ন বাউল ও তার দল। ছোট-বড় সবাই গানের তালে তালে ফল উৎসব উপভোগ করেন।