আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি জাপার প্রেসিডিয়ামের ৩৭ সদস্যের নাম ঘোষণা

জাপার প্রেসিডিয়ামের ৩৭ সদস্যের নাম ঘোষণা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৬:৩৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


3কাগজ অনলাইন প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) ৩৭জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার এ নাম ঘোষণা করা হয়। গত ১৪ মে জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৪১ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়ামের মধ্যে পার্টি চেয়ারম্যান প্রথম পর্যায়ে ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করলেন।

কাউন্সিলে ঘোষিত পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম পার্টি প্রেসিডিয়ামে যথাক্রমে ১, ২ ও ৩ নম্বরে থাকবে।

প্রেসিডিয়ামের অপর সদস্যরা হলেন- ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এমএ সাত্তার এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, গোলাম কিবরিয়া টিপু, আলহাজ সাহিদুর রহমান, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, ফকরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, একেএম মাঈদুল ইসলাম এমপি, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মহসিন রশীদ, মশিউর রহমান রাঙ্গা এমপি, আলহাজ তাজুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, আলহাজ আতিকুর রহমান, নাসরিন জাহান রতনা এমপি।