আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ জামালপুরে দেড়শ’ বন্য হাতির তাণ্ডব

জামালপুরে দেড়শ’ বন্য হাতির তাণ্ডব


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


jamalpurজামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর ও মাখনেরচর গ্রামে দু’টি বন্য হাতির পাল তাণ্ডব চালাচ্ছে। এ দু’টি পালে প্রায় দেড়শ’ হাতি রয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৭ জুন) রাতে পাহাড়ি জঙ্গল থেকে নেমে এসে তাণ্ডব চালাচ্ছে। সাধারণত হাতি রাত ১১টার দিকে সমতলে নেমে এসে ভোরের দিকেই চলে যায়। কিন্তু এবার হাতিগুলো দিনের বেলায়ও গ্রামে অবস্থান করছে। হাতির পাল এরই মধ্যে প্রায় দুই হেক্টর জমির পাট নষ্ট করেছে।

বুধবার সকাল ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বন্য হাতির দু’টি পালের প্রায় ১৫০টি হাতি পাথরেরচর ও মাখনেরচর গ্রামে অবস্থান করছে। যে কোনো সময় হাতিগুলো লোকালয়ে আসতে পারে বলে আশঙ্কা করছে এ দুই গ্রামের পাঁচ হাজার মানুষ।

এদিকে, হাতি তাড়াতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে এ দুই গ্রামের মানুষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলেও জানা গেছে।