আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জাহিদ হাসানের কাছে ভালোবাসা চাইলেন ফেরদৌস

জাহিদ হাসানের কাছে ভালোবাসা চাইলেন ফেরদৌস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২২ , ৩:৩৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ এবং মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে লড়ছেন ৪২ জন প্রার্থী৷ স্বতন্ত্র আছেন ডন ও হরবোলা। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন নায়ক ফেরদৌস। তিনি আছেন কাঞ্চন-নিপুণ প্যানেলে সদস্যপদ প্রার্থী৷ আজ সকাল থেকেই এফডিসিতে হাজির হয়ে ভোট চাইছেন তিনি। বেলা ১২টায় ভোট দিতে আসেন অভিনেতা জাহিদ হাসান৷

এসময় জাহিদ হাসানের কাছে ভোট চাইতে ছুটে যান ফেরদৌস। প্রায় ২ মিনিট আলাপ করে নিজের জন্য ভোট চান তিনি। সেইসঙ্গে নিজের প্যানেলের জন্যও ভোট কামনা করে ভালোবাসা চাইলেন ফেরদৌস। এসময় সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানও জাহিদ হাসানের কাছে ভোট চান। প্রসঙ্গত, শুক্রবার সকাল ৯টায় এফডিসিতে এই নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবার সমিতির ভোটার ৪২৮ জন। তবে ২০১৮ সালে মিশা-জায়েদ কমিটি দ্বারা ভোটাধিকার হারানো সমিতির ১৮৪ জন সদস্য এবারও ভোট দিতে পারছেন না। এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন, বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

বেশ কড়া নিরাপত্তায় এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‍্যাব।