আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জুয়া খেলায় জড়িত অভিযোগে ‘গাধা আটক’

জুয়া খেলায় জড়িত অভিযোগে ‘গাধা আটক’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০২০ , ৬:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : জুয়া খেলার সঙ্গে জড়িত অভিযোগে পাকিস্তানের পুলিশ আটজনকে আটক করেছে। সেইসঙ্গে আটক করা হয়েছে একটি গাধাকেও। সে খবর টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের এক সাংবাদিক। আর টুইটারে সে ভিডিও দেখে হেসে কূল পাচ্ছেন না নেটিজেনরা। টুইটারে পাকিস্তানের সামা টিভির একটি ভিডিও শেয়ার করে গত রোববার পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়াত লেখেন, ‘‌রেসিং নিয়ে জুয়া খেলায় অংশ নেওয়ায় রহিম ইয়ার খান এলাকায় একটি গাধাকে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে আটজন মানবসন্তানকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে এক লাখ ২০ হাজার রুপি।’‌ পুলিশের এফআইআরে ওই গাধারও নাম থাকায় আটক রয়েছে অবলা প্রাণিটি। ‌জানা গেছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরে এক অভিযান চালিয়ে একটি গাধাসহ আটজনকে আটক করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এক লক্ষাধিক রুপি উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গাধা আটকের ওই ভিডিও শেয়ার হওয়ার পর থেকে এ নিয়ে হাসি-ঠাট্টাসহ সমালোচনার বন্যা বয়ে যায়। এমন কাণ্ড কীভাবে ঘটতে পারে, তা নিয়ে আশ্চর্যবোধ করছেন একদল নেটিজেন। আবার আরেক দল নেটিজেন এ ঘটনায় হেসেই লুটোপুটি খাচ্ছেন।