জ্যামাইকা তালাওয়াহস গেইলকে ছেড়ে দিয়েছে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৬:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস মহামারী কাটিয়ে উঠে এ বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) যদি মাঠে গড়ায়। তাহলে টি-টোয়েন্টি গ্রেট ক্রিস গেইলকে দেখা যাবে অন্য কোনো দলে। কেননা সেন্ট লুসিয়া জুকসে যোগ দিয়েছেন মারকুটে এই ওপেনিং ব্যাটসম্যান। হোম ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াহস গেইলকে ছেড়ে দিয়েছে। তাই ইউনিভার্স বস দেরি না করে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে নতুন ঠিকানা গড়ে ফেলেছেন। গেইলকে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত জুকস ক্যাপ্টেন ড্যারেন স্যামি, ‘সেন্ট লুসিয়া জুকসের জন্য দারুণ একটি খবর। অধিনায়ক হিসেবে আমার জন্যও। কারণ ইউনিভার্স বস এখন আমাদের দলে। ক্রিস বিশ্বের সবচেয়ে সফল টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের অন্যতম।’ গেইল এর আগে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়েও খেলেছেন। ২০১৭ সালে এ দলের হয়ে ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেননি। তবে জ্যামাইকার হয়ে গেইল এ আসরের শিরোপা জেতেন দুইবার। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রানের মালিক গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও রয়েছে তার দখলে। সিপিএলের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকও গেইল। টুর্নামেন্টে তার রান ২,৩৪৪। ২০২০ হিরো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা ১৯ আগস্ট। টুর্নামেন্টের পর্দা নামার সূচি ২৬ সেপ্টেম্বর। কিন্তু আয়োজকরা কোভিড-১৯ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে। টুর্নামেন্ট আয়োজনের সবুজ সঙ্কেত পেতে সরকার ও মেডিকেল পরামর্শকদের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে।