আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ঝালকাঠিতে মুষলধারে বর্ষণে তলিয়ে গেছে নিম্নাঞ্চল

ঝালকাঠিতে মুষলধারে বর্ষণে তলিয়ে গেছে নিম্নাঞ্চল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২০ , ৫:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


ঝালকাঠি প্রতিনিধি : ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মধ্যবর্তী জেলা ঝালকাঠিতে বেড়েছে সুগন্ধা ও বিষখালী নদীর পানি। দিনভার মুষলধারে বর্ষিত হয়েছে বৃষ্টি। এতে প্লাবিত হয়েছে জেলা নিম্নাঞ্চল। পানি ঢুকে পড়েছে নদী তীরের প্রায় ৩০টি গ্রামে। তলিয়ে আছে ফসলের ক্ষেত। পানি ছুইছুই মাছের ঘেরগুলোতে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতি পুষিয়ে উঠতে না পাড়া মানুষ। নদী তীরের বাসিন্দারা জানান, সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বেড়েছে। এতে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ার অন্তত ৩০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া অরক্ষিত বিষখালী নদীর বেড়িবাঁধ ক্রস করে পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। বসতঘরেও পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন নদী তীরের বাসিন্দারা। রাতে পানি আরো বাড়লে মাছের ঘের ও বসতঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। ওদিকে ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে পড়ে রাকিব হাওলাদার (২২) নামে কলেজ ছাত্র নিখোঁজ রয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাট থেকে পা পিছলে নদীতে পড়ে সে নিখোঁজ হয়। রাত থেকে বৃহস্পতিবার সন্দ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার তৎপরতা অব্যহত চালিয়েও তাঁর সন্ধান পায়নি। নিখোঁজ রাকিব উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামের মো. রাজ্জাক হাওলাদারের ছেলে। সে বরিশালের হাতেম আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে বাদুরতলা লঞ্চঘাটের পাশে নোঙর করা ছোট একটি বালুর জাহাজে বসে কয়েকজন বন্ধুদের নিয়ে গল্প করছিল রাকিব। পরে জাহাজ থেকে লঞ্চঘাটের পল্টনের যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও নিখোঁজ রাকিবের স্বজনরা ট্রলার নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জলিল সিকদার জানান, নদীতে তীব্র স্রোত থাকায় ডুবুরি দলের কাজ করতে বেগ পেতে হচ্ছে। তবে ঘটনাস্থলের পূর্ব ও পশ্চিম দিকের অন্তত ১০ কিলোমিটার এলাকায় ট্রলার ও জাল দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে।