আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঝালকাঠিতে ৮০ কেজি আম জব্দ

ঝালকাঠিতে ৮০ কেজি আম জব্দ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৭:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


8কাগজ অনলাইন প্রতিবেদক: ঝালকাঠি জেলা শহরে অভিযান চালিয়ে ফরমালিন যুক্ত ৮০ কেজি আম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে শহরের কালিবাড়ি সড়কে আমের আড়তে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদব সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়া দুপুরে ঝালকাঠি কলেজ মোড় ও কৃর্ত্তিপাশা বাজারের অভিযান চালানো হয়। এসময় খাদ্যদ্রব্যের প্যাকেটে মূল্য তালিকা, উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।