আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঝিনাইদহে পোল্ট্রি ফার্মে আগুনে পুড়ে গেছে ৬ হাজার মুরগি

ঝিনাইদহে পোল্ট্রি ফার্মে আগুনে পুড়ে গেছে ৬ হাজার মুরগি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৩:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


jhanaidahaঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নিজপুটিয়া গ্রামে একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে মারা গেছে প্রায় ছয় হাজার মুরগি।

বৃহস্পতিবার (৯ জুন) ভোরে ওই গ্রামের মিলনের পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পোল্ট্রি ফার্মের মালিক সাইফুজ্জামান মিলন জানান, ঝিনাইদহের বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলি। এ ফার্মের আয় দিয়ে তার পরিবার জীবিকা নির্বাহ করে আসছিল।

তিনি বলেন, শত্রুতাবশত রাতে তার পোল্ট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। সেহরি শেষে তিনি দেখতে পান পোল্ট্রি ফার্মে আগুন জ্বলছে। এতে পোল্টি ফার্মের ছোট-বড় ছয় হাজার মুরগি পুড়ে মার‍া গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানান।