আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৩ , ২:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে দক্ষিণ আফ্রিকা। শনিবার (৭ অক্টোবর) অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ।
নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। বেশ কয়েকবার সেমিফাইনাল খেললেও ফাইনাল খেলতে পারেনি তারা। আর তাই চোকার্স খেতাব পেয়েছে দলটি।
অন্যদিকে ইনজুরিতে জর্জরিত টিম শ্রীলঙ্কা। তবুও জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর করতে চায় লঙ্কানরা।
শ্রীলঙ্কার একাদশ: কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়েললাগে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা।
দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক ,টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।