আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১:৫৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৮) নামে এক সব্জি ব্যবসায়ী নিহত হয়েছেন।
উপজেলার এলেঙ্গায় এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাইদুল নাটোর জেলার লালপুর উপজেলার বিলমারিয়া এলাকার মৃত ইয়ার উদ্দিনের ছেলে।

গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসাইন জানান, নাটোর থেকে ছেড়ে আসা একটি সব্জি বোঝাই পিকআপভ্যান ঢাকা যাচ্ছিল। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এলেঙ্গা ফুটওভার ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই সব্জি ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মারা যান তিনি। লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।