আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টি-টোয়েন্টি ফরম্যাটে ঢাকা লিগ শুরু ৬ মে

টি-টোয়েন্টি ফরম্যাটে ঢাকা লিগ শুরু ৬ মে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২১ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। গত বছর মার্চে একটি ম্যাচ হয়ে আসর বন্ধ হয়ে যায়। ওই ম্যাচটি বাতিল করা হয়েছে। আগামী ৬ মে থেকে গত আসরের টুর্নামেন্ট আবারও শুরু হচ্ছে। এর আগে ঢাকা লিগের পাশাপাশি একটি টি-টোয়েন্টি লিগ হয়েছে। তবে এবারই প্রথম হতে যাচ্ছে ২০ ওভারের ডিপিএল।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্লাবগুলোর সঙ্গে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভা শেষে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ১২টি ক্লাব থেকে যারা এসেছিলেন তাদের সঙ্গে বসেছিলাম। গত বছর করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া ঢাকা লিগ আবারও চালু করতে যাচ্ছি। ৬ মে লিগ শুরু করতে পারব। আমরা দুটি সময়ে ছয় দিন করে তিনটি উইন্ডো পেয়েছি। ক্লাব প্রতিনিধিদের সঙ্গে কথা বলে টি-টোয়েন্টি ফরম্যাটে আসর চালানোর ব্যাপারে একমত হতে পেরেছি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক আরও বলেছেন, গত বছর ক্রিকেটাররা যে ক্লাবে নাম লিখিয়েছে সেভাবেই তারা থাকবে। বেশিরভাগ ক্লাব এরই মধ্যে ৩০-৪০ ভাগ পারিশ্রমিক দিয়েছে। এটা সম্পূর্ণ একটা লিগ হবে। সুপার লিগ থাকবে, রেলিগেশনও থাকবে। লিগের খেলাগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং বিকেএসপির দুটি মাঠে। এ ব্যাপারে কাজী ইনাম বলেন, দিনে ছয়টা করে ম্যাচ হবে। টি-টোয়েন্টি ফরম্যাট হওয়ায় একই দিনে প্রতি ভেন্যুতে দুটি করে ম্যাচ হবে।