আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টি-২০ বিশ্বকাপ : ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ : ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২২ , ১১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ ছিল বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচ। বৃষ্টির পর মাঠে নেমেই বোল্ড হলেন ইয়াসির আলী চৌধুরী। ১১তম ওভারের শেষ বলে ফন মেইকেরেনের বলে আউট হওয়ার আগে ৫ বলে ৩ রান করেন এই ব্যাটার। ১১ ওভার শেষে ৭৬ রানেই পাঁচ উইকেট নেই বাংলাদেশের।

হোবার্টে বৃষ্টির বাগড়া

তাসমানিয়া রাজ্যের রাজধানী হোবার্ট। ডারওয়েন্ট নদীর তীরে অবস্থিত শহরটিতে প্রতিনিয়ত বৃষ্টি হয়ে থাকে। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচেও সেই শঙ্কা ছিল। আশঙ্কা সত্যি হয়েছে, বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে সুপার টুয়েলভের ম্যাচটি।

ব্যর্থ হলেন লিটন-সাকিব

সৌম্য-শান্ত আউট হওয়ার পর দুই অঙ্কের কোঠা ছোঁয়ার আগেই ফিরলেন লিটন দাস। ৮.৪ ওভারে ফন বেইকের বল খেলতে গিয়ে কুপারের তালুবন্দি হন তিনি। ফেরার আগে ১১ বলে ৯ রান করেছেন এই ব্যাটার। পরের ওভারে ছক্কা হাঁকাতে ফেরেন ৯ বলে ৭ রান করা সাকিব আল হাসান।
৯.১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান।

দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রায় প্রতি ম্যাচেই যেন নতুন ওপেনিং জুটির পরীক্ষা নিচ্ছে বিসিবির টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সেই পরীক্ষায় ভালোই শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ওপেনিং জুটিতে ৫ ওভারে ৪৩ রান তোলেন এই দুই ব্যাটার। দুর্দান্ত শুরুর পর ফিরলেন সৌম্য। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে ফন মেইকেরেনকে খেলতে গিয়ে ডি লেইডার তালুবন্দি হন তিনি। ফেরার আগে ১৪ বলে ২ বাউন্ডারিতে ১৪ রান করেন সৌম্য।
ঠিক এক ওভার পর ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন শান্ত। ফেরার আগে ২০ বলে ৪ বাউন্ডারিতে ২৫ রান করেন তিনি।
৬.১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭ রান।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি টাইগাররা। আর টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

টসের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা হোবার্টে দেরিতে এসেছি। তবে নিউজিল্যান্ডে (ত্রিদেশীয় সিরিজে) ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা প্রস্তুতিপূর্ণ একটি দল, শুধু আজকের দিনটায় ভালো করতে হবে। দলের পেস বিভাগ অনেক উন্নতি করেছে। সবশেষ তিন-চার বছর ধরে তারা ভালো করছে। আশা করি, আজকে ভালো করবে তারা।’
অধিনায়ক সাকিব বলেন, ‘খেলোয়াড়দের ওপর আমার নির্দেশনাও প্রভাব ফেলবে। দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছেন যারা সিনিয়রদের দিকে তাকিয়ে থাকে। সবমিলিয়ে দলীয় পারফর্ম করতে পারলে আজকে জয় পাবো আমরা।’

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিৎ সিং, বাস ডি লেইডা, টম কুপার, কলিন আকারম্যান, স্কট এডওয়ার্ডস, টিম প্রিঙ্গল, লোগান ফন বেইক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন ও পল ফন মেইকেরেন।