আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন টুইটারে নিজের নামের পাশ থেকে স্বামীর নাম মুছলেন ঐশ্বর্য

টুইটারে নিজের নামের পাশ থেকে স্বামীর নাম মুছলেন ঐশ্বর্য


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২২ , ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  টুইটার অ্যাকাউন্টে নিজের নামের পাশ থেকে স্বামীর নাম মুছলেন ধানুষের স্ত্রী ঐশ্বর্য। সেখানে তার নাম এখন কেবল ‘ঐশ্বর্য রজনীকান্ত’। বিয়ের পর নিজের নাম বদলে তিনি হয়েছিলেন, ‘ঐশ্বর্য আর ধানুষ’। ইংরেজি ‘আর’ হল তাঁর বাবা সুপারস্টার রজনীকান্তের নামের প্রথম অক্ষরটি। তার পরে ছিল নিজের স্বামী, তামিল নায়ক ধানুষের নাম। কিন্তু অনানুষ্ঠানিক বিচ্ছেদের পর পরিচালক ঐশ্বর্য আর নিজের স্বামীর নামে পরিচিত হতে চান না। প্রমাণ দিলেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রাম, টুইটার থেকে মুছে ফেললেন ধানুষের নাম। হলেন ‘ঐশ্বর্যা রজনীকান্ত’। যদিও এখনও আইনি পদ্ধতিতে বিবাহ বিচ্ছেদ হয়নি ধানুষ-ঐশ্বর্য’র।

এদিকে, সম্প্রতি ঐশ্বর্য পরিচালিত গানের ভিডিও মুক্তি পাওয়ার পর ধানুষ তার স্ত্রীকে শুভেচ্ছা জানানোর সময় তাকে ‘বন্ধু’ সম্বোধন করেন টুইটারে। এতে বোঝা গেল, বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান তারা।