আজকের দিন তারিখ ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব টেক্সাসে আবাসিক হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২১

টেক্সাসে আবাসিক হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২১


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৪ , ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থ শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন আহত হয়েছেন।  স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্ট ওয়ার্থ ফায়ার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে স্যান্ডম্যান সিগনেচার ফোর্ট ওয়ার্থ ডাউনটাউন হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা খুবই সংকটজনক ও গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

১৯৭৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনার তালিকায় থাকা ‘ওয়াগনার ভবন’ ব্যাপকভাবে সংস্কারের পর গত বছরের মে মাসে হোটেল হিসেবে চালু করা হয়েছিল। হোটেলটির ওয়েবসাইটে বলা হয়েছে, সংস্কারের সময় ‘অনেক মূল বৈশিষ্ট্য’ বজায় রাখা হয়েছিল।