ট্রাক চাপায় আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তির গাজীপুরে মৃত্যু
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:০৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালানা এলাকায় ট্রাক চাপায় আহত আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বুধবার (৮ জুন) সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে ট্রাক চাপায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আরিফ হোসেন খান জানান, নিহত ব্যক্তি পিকআপ বোঝাই কাঁঠাল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। ঘটনাস্থল সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপটির চাকা ব্লাস্ট হয়ে যায়। মেরামত করার সময় তিনি সড়কের পাশে ছিলেন, হঠাৎ ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে ওই ব্যক্তিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়, যোগ করেন আরিফ হোসেন।