আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ট্রেনের মাধ্যমে ইরানে তেল রপ্তানি শুরু করেছে রাশিয়া

ট্রেনের মাধ্যমে ইরানে তেল রপ্তানি শুরু করেছে রাশিয়া


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২৩ , ১০:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ট্রেনের মাধ্যমে ইরানে তেল রপ্তানি শুরু করেছে রাশিয়া। দেশটির তেলের সবথেকে বড় ক্রেতা ছিল পশ্চিমা দেশগুলো। কিন্তু ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ফলে তেল বিক্রি করতে এখন নতুন ক্রেতা খুঁজে বেড়াচ্ছে রাশিয়া। তিন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, রাশিয়া ও ইরান উভয়েই পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ফলে নিজেদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে দুই দেশ এখন একে অপরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করছে। পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়া ভালোভাবেই সামাল দিলেও ইরানকে ব্যাপক ভুগতে হচ্ছে। তবে সম্প্রতি দেশটি রাশিয়া ও চীনের সঙ্গে সবধরণের সম্পর্ক জোরদার করে সংকট থেকে উঠে আসার চেষ্টা করছে। রাশিয়ার ওপরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্বে তেলের বাজারের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। ইউরোপের দেশগুলো এখন বহুদূর থেকে তেল আমদানি করছে। এ জন্য ট্যাংকারগুলোকে বিশাল পথ পাড়ি দিতে হচ্ছে।

নিষেধাজ্ঞার কারণে ইরানও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ কম পায়। এমন অবস্থায় একে অপরের জন্য এগিয়ে এসেছে ইরান ও রাশিয়া। যদিও এ নিয়ে দুই দেশের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কিছু জানায়নি।
গত শরতে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভ্যাক প্রথম ইরান ও রাশিয়ার মধ্যে তেল বাণিজ্যের ঘোষণা দেন। তবে সেটি শুরু হলো এ বছরে এসে। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে রাশিয়া ইরানে ৩০ হাজার টন গ্যাস ও ডিজেল দিয়েছে ইরানকে। আর এই জ্বালানি পাঠানো হয় রেলের মাধ্যমে। রাশিয়া থেকে কাজাখস্তান ও তুর্কমেনিস্তান হয়ে ইরানে যায় এই জ্বালানি। একটি সূত্র জানিয়েছে, ইরান থেকে এই জ্বালানি ট্রাকে করে ইরাকসহ প্রতিবেশী দেশগুলোতে যাবে। ইরান নিজেও তেল উৎপাদনকারী দেশ এবং নিজেরই সংশোধনকেন্দ্র রয়েছে। কিন্তু সম্প্রতি দেশটির তেলের চাহিদা উৎপাদনের থেকে বেড়ে গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সংকট দেখা যাচ্ছে। এর আগেও রাশিয়া ইরানের এমন হুটহাট সংকটে পাশে ছিল। ২০১৮ সালে কাস্পিয়ান সাগর দিয়ে ইরানকে জ্বালানি পাঠিয়েছিল দেশটি।