আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঠাকুরগাঁওয়ে নিষেধাজ্ঞা অমান্য করে গণসমাবেশ : চেয়ারম্যানের অর্থদণ্ড

ঠাকুরগাঁওয়ে নিষেধাজ্ঞা অমান্য করে গণসমাবেশ : চেয়ারম্যানের অর্থদণ্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২০ , ৭:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাদকবিরোধী গণসমাবেশ করার অপরাধে সদর উপজেলা সালান্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মুকুলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এই অর্থদণ্ড করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার সারাদেশে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করলেও গত শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা সালান্দর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাহবুব আলম মুকুল সরকারি নিষেধাজাজ্ঞা অমান্য করে মাদকবিরোধী গণসমাবেশের আয়োজন করেন। যেখানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ ধরনের সমাবেশে করোনা সংক্রমণের অনেক ঝুঁকি থেকে যায়। এছাড়া চেয়ারম্যান তার ফেসবুক আইডিতে ওই সভার বেশকিছু ছবি আপলোড করেন। এর পরই বিষয়টি দৃষ্টিগোচর হয়, যা এই মুহুর্তে একটি অপরাধের সামিল। তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এই সঙ্কটময় সময়ে সভা সমাবেশ করার অপরাধে চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে আইন অমান্য করে কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সভা সমাবেশ না করেন সেজন্য সকলকে সতর্ক করে দেয়া হয়েছে।