আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঠাকুরগাঁওয়ে সদ্য নির্বাচিত শ্রমিক ইউনিয়নে শীর্ষ নেতার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সদ্য নির্বাচিত শ্রমিক ইউনিয়নে শীর্ষ নেতার মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২১ , ১১:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কার্ভাড ভ্যান ও পিকআপ পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ার ১৫ দিনের মাথায় মারা গেছেন ঠাকুরগাঁওয়ের শ্রমিক নেতা সুজন আলী। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়নের বরাত দিয়ে জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কার্ভাড ভ্যান ও পিকআপ পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া প্রামানিক জানান, তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত ১০টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইউনিয়নটির নেতা জাকারিয়া বলেন, ১৫ দিন আগে ভোটে সুজন জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কার্ভাড ভ্যান ও পিকআপ পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া তিনি জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন।এই শ্রমিক নেতা মাত্র ৫২ বছর বয়সে চলে গেলেন।তার অকাল মৃত্যুতে শ্রমিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ জোহর শহরের সেনুয়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানান তার স্বজনরা।