আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঠিক কী বলেছেন চঞ্চল চৌধুরী?

ঠিক কী বলেছেন চঞ্চল চৌধুরী?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৩, ২০২৩ , ৩:৪২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  কয়েক দিন আগে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ। এতে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। পুরো বিশ্বকাপ জুড়ে ভালো খেললেও ফাইনাল ম্যাচে হেরে যায় ভারত; চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এতে করে বাংলাদেশের অনেক দর্শক উচ্ছ্বাস প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এ চিত্র নজর কেড়েছে ভারতীয়দেরও। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ভারতীয় সংবাদমাধ্যম আজতাক ডটকম যোগাযোগ করে বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। সংবাদমাধ্যমটি তার বক্তব্য প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। চঞ্চল চৌধুরীর বক্তব্য নিয়ে নেটিজেনদের অনেকে কড়া সমালোচনা করছেন।

চঞ্চল চৌধুরীর বক্তব্য ‘কোট’ করে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তারই একটি পোস্টে লেখা আছে, ‘‘ইন্ডিয়া বিশ্বকাপ হারার পর, যারা বাংলাদেশে আনন্দ উদযাপন করেছে তারা স্বাধীনতা বিরোধী, ১৯৭১ সালে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের রেখে যাওয়া উত্তরসূরী-ই এখন ইন্ডিয়া বিরোধী।’— চঞ্চল চৌধুরী।’’

কথার শুরুতে চঞ্চল চৌধুরী বলেন, ‘যারা ভারত বিরোধী, তারা ভারতের হেরে যাওয়াকে উপভোগ করছে, উদযাপন করছে। তার মানে এই নয় যে, বাংলাদেশে ভারতের সমর্থক কম আছে। যদি ভারত জিততো তবে তারা আবার আনন্দ করতো। কিন্তু ব্যাপারটা এমন নয় যে, বাংলাদেশের ২০ কোটি মানুষের আচরণ এটা। রাজনীতি অথবা খেলা— যে যে দল সমর্থন করে সেই দল জিতলে সে উদযাপন করে; এটাই তো স্বাভাবিক।’

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে চঞ্চল চৌধুরী বলেন, ‘বাংলাদেশে প্রচুর ভারতীয় সমর্থক রয়েছে, যারা ভারতের খেলাকে সমর্থন করে, ভারতের সিনেমাকে সমর্থন করে; এমন প্রচুর আছে। তারা জানেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা, সেটাকে তারা স্বীকার করেন। আবার কেউ কেউ এই অবদানের কথা স্বীকার করে না। মানে এটাই তো বাস্তবতা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি। বিপক্ষের শক্তি পাকিস্তানকে সমর্থন করে, তারা ভারতকে পছন্দ করে না। এই মতাদর্শের মানুষ এবং তাদের বংশ পরম্পরায় একই জিনের ভেতর ওটা রয়েছে। ১৯৭১ সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষে ছিল, তারা সবসময়ই ভারত বিদ্বেষী ছিল। তাদের সন্তানেরা বংশ পরম্পরায় ওই কাজই করছে। এই প্রজন্মে তারাই হয়তো ভারতের বিরোধিতা করছে।’

এ বিষয়টি ভারত-বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব ফেলবে? এমন প্রশ্নের উত্তরে চঞ্চল চৌধুরী বলেন, ‘সত্যি বলতে, এত গভীরে গিয়ে এই বিষয়গুলো বোঝার মতো, বলার মতো যোগ্যতা আমার নেই। আমার কাজ সম্পর্কিত প্রশ্নের বাইরে গিয়ে উত্তর দিলাম। কারণ আমার কাছে কমন সলিউশন ছিল। যে বা যারা ভারত হেরে যাওয়াতে খুশি হয়েছে, তারা ইন্ডিয়া বিরোধী, তারা হয়তো পাকিস্তানকে সমর্থন করে। আসলে এটা তো খেলা, এখানে কিছু বলারও নেই। কেউ কেউ বলেও ফেলে খেলার মধ্যে কেন রাজনীতি? খেলার মধ্যে কেন এটা-ওটা! আমার সমর্থন করতে ইচ্ছা করেছে আমি করেছি; এটা যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার।’