আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপির মান

ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপির মান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২২ , ৪:৩৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মুখে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির পতন অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে বাজার খুলতেই ১৬ পয়সা পড়ে যায় রুপির দাম। এতে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে ৮২.৩৩ রুপি। ডলারের বিপরীতে এই প্রথমবার ৮২ রুপি পেরিয়ে গেল ভারতীয় মুদ্রার দাম। ফলে এই মুহূর্তে সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপির মান।
অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থিক মন্দার আশঙ্কা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণেই রুপির মূল্যে রেকর্ড পতন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস