আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ডাকাতি মামলায় বকশিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

ডাকাতি মামলায় বকশিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৮:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


জামালপুর প্রতিনিধি : জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী রবিবার এ বিষয়ে শুনানি দিন ধার্য করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি মো. আরমান আলী জানান, গত ২৫ ডিসেম্বর মধ্য রাতে বকশিগঞ্জের মালিরচর নয়াপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল শাহিনা বেগমের স্বজনদের দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা ও ১০০ ভরির বেশি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাহিনা বেগমের বড় বোন মাহমুদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ১৬-১৭ জনের নামে একটি ডাকাতি মামলা দায়ের করেন। এ মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। এ সময় তাদের সবার কাছ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারের নাম আসলে গত বুধবার রাতে তাকে আটক করা হয়।