আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ডাকোটো-ম্যাথিউয়ের সম্পর্কে ভাঙন

ডাকোটো-ম্যাথিউয়ের সম্পর্কে ভাঙন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৪:২৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


15অনলাইন বিনোদন ডেস্ক:  দুই বছর ভাঙা-গড়ার মধ্যে দিয়ে যাওয়ার পর এবার নিজেদের সম্পর্কের ইতি টেনেছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন ও গায়ক ম্যাথিউ হিট।

২০১৪ সালের জুলাইয়ে মডেল ও গায়ক ম্যাথিউয়ের সঙ্গে প্রথম দেখা যায় ২৬ বছর বয়সী অভিনেত্রীকে। এরপর ২০১৫ সালের শুরুর দিকে তাদের সম্পর্ক ভেঙে যায়। ঐ সময়টাতে ডাকোটা অভিনীত ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবিটি মুক্তি পায়। এর কিছু মাস পর ফের তাদের সম্পর্ক জোড়া লাগে। কাজের কারণে নাকি এবার তাদের সম্পর্কে ভাঙন ধরেছে।
একটি সূত্র জাস্ট জেয়ার্ড বলেছে, ডাকোটা ও ম্যাথিউ গত দুই বছর ভাঙা গড়ার মধ্য দিয়ে প্রেম করেছেন। কাজের সময়সূচির কারণে একে অপরের সঙ্গে তেমন দেখা করতে পারছেন না। ‘ফিফটি শেডস অব গ্রে’ সিক্যুয়ালে কাজ করতে ডাকোটা এখন কানাডার ভ্যানকুয়েভারে আছেন।
অন্যদিকে, ম্যাথিউ তার ব্যান্ড দল ড্রাউনারসের সঙ্গে গ্রীষ্মকালীন সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
খবর: ডেইলি মেইল।