আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ডিমের ডজন মাত্র ৭০ টাকা

ডিমের ডজন মাত্র ৭০ টাকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২০ , ৫:২১ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : হঠাৎ করে মুরগির ডিমের দাম ডজনে ২০ টাকা কমেছে। এখন রাজধানীর খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এ হিসাবে প্রতিটি ডিমের দাম ৬ টাকার কম। এক সপ্তাহ আগেও প্রতি ডজন ডিমের দাম ছিল ৯০ টাকা। বর্তমানে মহল্লার দোকানেও প্রতি হালি ডিম ২৫ থেকে ২৭ টাকা ও ডজন ৭০ থেকে ৭৫ টাকায় মিলছে। ব্যবসায়ী ও রাষ্ট্রায়ত্ত সংস্থার তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে এখন ডিমের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ফার্মের বাদামি রঙয়ের ডিমের ডজন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা। আর ফার্মের সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৭৫ থেকে ৮০ টাকা। যাত্রাবাড়ীতে ৭০ ডজন ডিম বিক্রি করা সোহেল বলেন, করোনাভাইরাসের প্রথমদিকে ডিমের দাম কিছুটা বেড়েছিল। এরপর ধারাবাহিকভাবে ডিমের দাম কমছে। ১২০ টাকা থেকে কমতে কমতে এখন ডিমের ডজন ৭০ টাকায় দাঁড়িয়েছে। এই ব্যবসায়ী বলেন, দাম কমার সঙ্গে সঙ্গে ডিমের বিক্রিও অনেক বেড়েছে। আগে দিনে যে পরিমাণে ডিম বিক্রি করতাম এখন তার চার-পাঁচ গুণ বেশি বিক্রি হচ্ছে। আগে যারা এক হালি ডিম কিনতেন, এখন তারা ডজন ডজন ডিম কিনছেন। মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীরও দাম কমার সঙ্গে ডিম বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ার কথা বলেন। এই ব্যবসায়ী বলেন, গত সপ্তাহে ৮০ টাকা ডজন বিক্রি করা ডিম এখন ৭৫ টাকা বিক্রি করছি। যা এক মাস আগে ছিল ১২০ টাকা। ডিমের দাম যেমন কমেছে বিক্রিও তেমন বেড়েছে। আগে দিনে ৮০০-৯০০ পিস ডিম বিক্রি হতো। এখন দিনে ৪-৫ হাজার ডিম বিক্রি হচ্ছে।