ডিলার ছাড়া স্বর্ণালঙ্কার আমদানি করতে পারবে না: বাংলাদেশ ব্যাংক
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২০ , ১২:৪২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : ২০১৮ সালে করা স্বর্ণ আমদানির নীতিমালার আওতায় ডিলার ছাড়া আর কেউ বা কোনো প্রতিষ্ঠান স্বর্ণালঙ্কার আমদানি করতে পারবে না। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। তবে এ কঠোরতা ঠিক কবে থেকে কার্যকর হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে জানানো হয়েছে নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
২০১৮ সালে বাংলাদেশ ব্যাংক স্বর্ণ আমদানির নীতিমালা জারি করে। এতে ১৯টি প্রতিষ্ঠানকে স্বর্ণ আমদানির ডিলার হিসেবে লাইসেন্স দেয়া হয় গত বছরের অক্টোবরে। আর এই গেল এক বছরে মাত্র দুটি প্রতিষ্ঠান এলসি খুলে সামান্য পরিমাণ স্বর্ণ আমদানি করেছে। স্বর্ণ নীতিমালায় গোল্ডবার আমদানির পাশাপাশি স্বর্ণালঙ্কার আমদানিরও বিধান রাখা হয়েছে। কিন্তু এতদিন স্বর্ণালঙ্কার আমদানি হতো বাণিজ্যিকভাবে। এতে দামের হেরফেরের কারণে দামও বেশি পড়ত। এখন ডিলারদের মাধ্যমে আমদানি করতে হবে।