ঢাকা-বাইপাস সড়কে ২০ কিলোমিটার যানজট
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৩ , ১:৩২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : বিশ্ব ইজতেমায় আসা মানুষের প্রভাবে ঢাকা-বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কের উভয়পাশে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে যানবাহনের সারি নারায়ণগঞ্জের ভুলতা থেকে গাজীপুর উলুখোলা বাজার পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় ছাড়িয়ে যায়।
সরজমিনে দেখা গেছে, টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা-বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটে আটকে আছে হাজার হাজার যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন এয়ারপোর্টগামী যাত্রীসহ চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পণ্যবাহী গাড়ি। এছাড়া ক্রেতা দর্শনার্থী শূন্য হয়ে রয়েছে ঢাকা বাইপাস সড়কের পাশে অবস্থিত পূর্বাচলের ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
কাঞ্চন ট্রাফিক পুলিশের উপ-সহকারী পরিদর্শক নাজমুল হোসেন জানিয়েছেন, গাজীপুরের জোড়াপাম্প এলাকায় ট্রাক- কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ আর বিশ্ব ইজতেমা উপলক্ষে মানুষ আসতে শুরু করায় রাস্তায় গাড়ির চাপ বেড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।