ঢাকা শহরে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২৩ , ৪:১২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ঢাকা শহরে আজ রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা হতে সকাল ১০টা ১ মিনিট পর্যন্ত ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকাবাসীকে কোনোপ্রকার শব্দ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থানের মধ্য দিয়ে বিশেষ এই কর্মসূচি পালন করা হয়। সচিবালয়ের পাশে ওসমানী মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিজয়সরণী মোড়, মিরপুর-১০ নং গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, বাসাবো বৌদ্ধ মন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।
রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির মোড়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপি।