ঢাকা-৫ উপনির্বাচন : আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২০ , ২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
দিনের শেষে প্রতিবেদক : আনুষ্ঠানিক প্রচার শুরু করল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বেলা ১১টায় ৫০নং ওয়ার্ডের নূর টাওয়ারের সামনে পথসভার মধ্য দিয়ে প্রচার শুরু হয়। পরে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।
আনুষ্ঠানিক প্রচার শুরু হলেও আগে থেকেই মাঠে আছেন ক্ষমতাসীন দলের প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। ইতোমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে দল ও সহযোগী সংগঠনের সঙ্গে পরিচিতি সভা, উঠোন বৈঠক এবং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রভিত্তিক কমিটি গঠন এবং নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। এসব অফিস থেকে প্রতিদিন ভোটারদের কাছে ভোটের স্লিপ পৌঁছে দেয়া হচ্ছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে পাড়া-মহল্লায় মিছিল হচ্ছে। এছাড়া নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলা মনুর পোস্টারে-ব্যানারে ছেয়ে গেছে এলাকার রাস্তাঘাট ও অলিগলি।
বুধবার বিকালে মীরহাজারীবাগ কাজী টাওয়ারের সামনে থেকে একটি বিশাল মিছিল ৪৮-৪৯ ও ৫০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ও উপনির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না। এ সময় ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, সাধারণ সম্পাদক আবুল কালাম অনু, যুগ্ম সাধারণ সম্পাদক এমএআরএস মহসিন, ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, সাহেব আলী, রওশন আলী, সাঈদ মিলন, হাজী আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সারাদিন বিভিন্ন স্পটে নির্বাচনী সমন্বয়কসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার চালান।