আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস তহবিল সংগ্রহে ম্যারাথনে দৌড়ালেন স্টোকস

তহবিল সংগ্রহে ম্যারাথনে দৌড়ালেন স্টোকস


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২০ , ৮:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের জন্য তহবিল সংগ্রহে এগিয়ে এলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার বেন স্টোকস। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জন্য তহবিল সংগ্রহে নিজের প্রথম হাফ ম্যারাথন দৌড়ান স্টোকস। এক ঘন্টা ৩৯ মিনিটে তার দৌড় শেষ করেন তিনি। এখান থেকে পাওয়া অর্থ করোনাভাইরাসের এই মহামারীতে এনএইচএস দাতব্য সংস্থা ও জাতীয় শিশু ক্রিকেট দাতব্য সংস্থাকে দান করা হবে। ইংল্যান্ডের উত্তর-পূর্ব নিজ বাড়ির কাছে দৌড় শেষ করেছিলেন স্টোকস। দৌড় শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চ্যানেলে এক ভিডিও বার্তায় স্টোকস বলেন, ‘এটি অনেক কঠিন ছিলো। যদি পারেন দয়া করে দান করুন। একটি দুর্দান্ত কারনে দান করা হবে। এনএইচএস দাতব্য সংস্থাকে দান করা হবে এবং অন্যকে উৎসাহিত করার ভালো সুযোগ।’