আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড তাপদাহে আহমেদাবাদে সর্তকতা জারি, নিহত ১৮

তাপদাহে আহমেদাবাদে সর্তকতা জারি, নিহত ১৮


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


ahamadaঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আহমেদাবাদের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহের কারণে রাজ্যটিতে সর্তকতা জারি করা হয়েছে। তাবদাহে এখন পর্যন্ত রাজ্যটিতে ১৮ জনের প্রাণহানির খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

রাজ্যের ইদার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি রেকর্ডের কথা জানিয়েছে আহমেদাবাদ মিউনিসিপেল করপোরেশন (এএমসি)। এছাড়া মঙ্গলবার (০৭ জুন) তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি ছুঁতে পারে বলে সর্তক করা হয়েছে।

অন্যান শহরের মধ্যে গান্ধিনগরে ৪৪.৪ ডিগ্রি, সুরেন্দ্রনগরে ৪৪.৩ ডিগ্রি, ভালাবে ৪৩.১ ডিগ্রি, বিদ্যানগরে ৪৩.১ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মনোরমা মোহান্তি বলেন, শুষ্ক বাতাসের কারণে গুজরাটজুড়ে তাপমাত্রা ‍বাড়তে পারে। তবে পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে তাপমাত্রা কমবে বলে আশা করছি।

গত ১৯ মে আহমেদাবাদে সর্বোচ্চ ৪৮ ডিগ্রি তাপমাত্রা স্পর্শ করে একশ’ বছরের রেকর্ড ভাঙে।