আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস তামিমের ব্যাটে খুলনার জয়ে ফেরা

তামিমের ব্যাটে খুলনার জয়ে ফেরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২৩ , ৬:৩৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : অবশেষে জয় পেল খুলনা টাইগার্স। আগের ম্যাচে রংপুরের বিপক্ষে হারের প্রতিশোধ মঙ্গলবার নেন তামিম ইকবালরা। এদিন ১৩০ রান তাড়ায় তামিমের ব্যাটে জয় পায় খুলনা। পরাজয়ে বিপিএল শুরু খুলনার। নিজেদের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে হেরে মিশন শুরু হয় তামিম ইকবালদের। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষেও হার। এমনকি নিজেদের তৃতীয় ম্যাচেও রংপুরের বিপক্ষে হারে খুলনা। আগের ম্যাচে রংপুরের বিপক্ষে হারের প্রতিশোধ মঙ্গলবার নেন তামিমরা। এদিন নিজেদের চতুর্থ ম্যাচে ১৩০ রানের টার্গেট তাড়ায় ৯ উইকেটের বড় জয় পায় খুলনা। মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ওয়াহাব রিয়াজ ও আমাদ বাটের গতির মুখে পড়ে ২০ ওভারে ১২৯ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করার সুযোগ পান মেহেদি হাসান। ২৫ রান করেন পারভেজ হোসেন ইমন। পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ। ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন আমাদ বাট। টার্গেট তাড়া করতে নেমে ৪১ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার মুনিম শাহরিয়ার (২১)। এরপর মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে ৮৯ রানের অবিচ্ছন্ন জুটি গড়ে ১০ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম ইকবাল। তিনি ৪৭ বলে চার বাউন্ডারি আর দুই ছক্কার সাহায্যে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৪২ বলে ৩৮ রান করেন মাহমুদুল হাসান জয়।