আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন তুনিশা মৃত্যু মামলায় ৪ দিনের পুলিশি হেফাজতে প্রেমিক শিজান

তুনিশা মৃত্যু মামলায় ৪ দিনের পুলিশি হেফাজতে প্রেমিক শিজান


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২২ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : আত্মহত্যা করেছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী তুনিশা শর্মা। একটি ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে পাওয়া যায় তার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তুনিশা। এদিকে তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে সহ-অভিনেতা শিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। এবার মুম্বাইয়ের ভাসাই আদালতের পক্ষ থেকে অভিযুক্তকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এএনআই সূত্রে জানা গেছে, অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় সহ-অভিনেতা শিজান খানের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের ভাসাই আদালত। অভিযুক্তের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো তথ্যপ্রমাণ নেই। যে অভিযোগ তোলা হয়েছে তার মক্কেলের বিরুদ্ধে, এর কোনো প্রমাণ নেই। তুনিশা মৃত্যু মামলায় ৪ দিনের পুলিশি হেফাজতে প্রেমিক শিজান উল্লেখ্য, মুম্বাইয়ে ধারাবাহিকের সেটে মেকআপ রুমে আত্মহত্যা করেন টিভি সিরিয়াল ‘আলিবাবা দস্তান ই কাবুল’ এবং ‘ফিতুর’ ছবির অভিনেত্রী তুনিশা শর্মা। তার একটি মিউজিক ভিডিও শুট করার কথা ছিল। কিন্তু শেষ অবধি তা আর হলো না। আচমকাই অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি। তিনি ‘ফিতুর’ এবং ‘বারবার দেখো’-র মতো ছবিতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্র অভিনয় করেছিলেন। তাকে ইশক সুবহাল্লাহ, গায়েব, শের ই মহারাজা রঞ্জিত সিংয়ের মতো অনেক শোতে দেখা গেছে। ২০ বছর বয়সে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন তুনিশা শর্মা।