আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড তুরস্কে বাস খালে পড়ে ১৪ শিক্ষার্থী নিহত

তুরস্কে বাস খালে পড়ে ১৪ শিক্ষার্থী নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Turkeyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৪ জন। রোববার স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যম দোগান জানিয়েছে, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ওসমানিয়া শহরের বাইরে কারাতিপি নামের একটি প্রত্নতাত্ত্বিক এলাকা থেকে শিক্ষাসফর শেষে ফিরছিল। শহরে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পড়ে যায়। এতে ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন তিনজন বালিকা ও তিনজন বালক রয়েছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ক্রেনের সাহায্যে বাসটিকে ওপরে টেনে তোলা হয়। দোগান জানিয়েছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং এ ঘটনায় তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।