আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস তৃতীয় ওয়ানডের দল ঘোষণা, নেই আফিফ-শরিফুল

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা, নেই আফিফ-শরিফুল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২৩ , ৩:৩৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দুই ম্যাচের দল থেকে তৃতীয় ম্যাচের পরিবর্তন এসেছে দুইটি। প্রথম দুই ওয়ানডের দলে থাকলেও তৃতীয় ম্যাচের জন্য দলে জায়গা হয়নি আফিফ হোসেনের। তবে তার বিকল্প হিসেবেও কাউকে নতুন করে ডাকা হয়নি দলে। এছাড়া পেসার শরিফুল ইসলামকেও বাদ দেওয়া হয়েছে তৃতীয় ম্যাচের দল থেকে। ২৩ মার্চ (বৃহস্পতিবার) সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। শেষ ম্যাচে জিতেই সিরিজ নিজেদের করে নিতে চাই টাইগার বাহিনী। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও প্রথম ম্যাচে রেকর্ড জয়ে সিরিজে ১-০ ব্যবধান এগিয়ে রয়েছে তামিম ইকবালের দল। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই লিড নিয়েছে টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
তৃতীয় ম্যাচের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলী, জাকির হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।