আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে রিয়াজ, নিপুণ ও সাইমনরা

ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে রিয়াজ, নিপুণ ও সাইমনরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২২ , ২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :    সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে নানা উদ্যোগ নিয়ে সেখানকার বানভাসিদের পাশে দাঁড়াচ্ছেন।

বুধবার (২২ জুন) সকালে সিলেটে পৌঁছায় শিল্পী সমিতির নেতৃবৃন্দ। এ বিষয়ে সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই। আমরা এসেছি আমাদের মতো করে আয়োজন নিয়ে। আপনারা যার যেমন সাধ্য আছে, সুযোগ আছে সক্রিয় হোন। ’

এর আগে ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন। অভিনেতা ডিপজল ১০ ট্রাক খাদ্য দিয়েছেন। এছাড়াও অনেকেই নিজেদের মতো করে বানভাসিদের পাশে দাঁড়াচ্ছেন।