আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ‘ত্রাস, বিদ্বেষ’

‘ত্রাস, বিদ্বেষ’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


U.S.+Presidentঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: অরল্যান্ডো শহরে সমকামীদের নৈশক্লাবে ঢুকিয়ে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার ঘটনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বর্ণনা করেছেন ‘বিদ্বেষপ্রসূত সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে।
এক বিবৃতিতে তিনি বলেছেন, “যদিও তদন্ত এখনও চলছে, আমরা জোর দিয়েই বলতে পারি, এটি একটি সন্ত্রাসী কাজ, বিদ্বেষপ্রসূত কাজ।

“আর আমরা, আমেরিকানরা; শোকে, ক্ষোভে এবং আমাদের জনগণকে রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।”

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ওমর মতিন নামে ২৯ বছর বয়সী এক যুবক রোববার রাতে পালস নামের ওই ক্লাবে ঢুকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটায়।

পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে আফগান বংশোদ্ভূত এই মুসলিম আমেরিকানের অ্যাসল্ট রাইফেলের গুলিতে নিহত হন ৫০ জন; আহত হন আরও ৫৩ জন।