আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ত্রিপুরায় বিনিয়োগ সম্মেলনে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী

ত্রিপুরায় বিনিয়োগ সম্মেলনে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৬:৩৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


কাগজ অনলাইন প্রতিবেদক: ইনভেস্ট ত্রিপুরা শীর্ষক বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে তিনি শুক্রবার বিকেলে সড়ক পথে ভারতের ত্রিপুরার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ত্রিপুরা রাজ্যের আগরতলায় ৪ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আবদুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন।

জলিল জানান, দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া এ সম্মেলন আয়োজন করেছে। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন।

সম্মেলনে ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং, ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী তপন চক্রবর্তী, ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা এতে অংশ নেবেন।

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে ভারতের প্রতিবেশি দেশগুলোর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন।