আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব থাইল্যান্ডে রাজার অবমাননা আইন বাতিলের দাবিতে ফের বিক্ষোভ

থাইল্যান্ডে রাজার অবমাননা আইন বাতিলের দাবিতে ফের বিক্ষোভ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ , ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : থাইল্যান্ডে রাজপরিবারের অবমাননা আইন বাতিলের দাবিতে আবার বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল রাজধানী ব্যাংককে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে ১ হাজারের বেশি মানুষ অংশ নেয়।
বিক্ষোভে অনেককে হাঁড়ি-পাতিল বাজিয়ে প্রতিবাদ করতে দেখা যায়, যা সম্প্রতি মিয়ানমারে অভ্যুত্থানের পর করা হয়েছিল। মূলত মিয়ানমারের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে গতকালের বিক্ষোভের আয়োজন করা হয়। পরে সেটি আইন বাতিলের দাবিতে রূপ নেয়। তারা কারাবন্দি চার কর্মীর মুক্তি দাবি করেন। রাজপরিবারের অবমাননা আইন লঙ্ঘন করায় তাদেরকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। —রয়টার্স