আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দক্ষিণ আফ্রিকার জুলু রাজা মারা গেছেন

দক্ষিণ আফ্রিকার জুলু রাজা মারা গেছেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২১ , ১০:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  দক্ষিণ আফ্রিকার জুলু সসম্প্রদায়ের রাজা গুডউইল জোয়েলিথিনি মারা গেছেন। এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। রাজপরিবারের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, রাজপরিবারের তরফ থেকে আমাদের এই সবচেয়ে কঠিন সময়ে অব্যাহত প্রার্থনা এবং সহায়তার জন্য জাতিকে ধন্যবাদ জানাই।

রাজা গুডউইল জোয়েলিথিনি জুলু কিংডমের দীর্ঘকালীন রাজা হিসেবে ইতিহাস গড়েছিলেন। তিনি পঞ্চাশ বছরেরও বেশি সময় রাজত্ব করেন। ১৯৪৮ সালের ১৪ জুলাই দক্ষিণ আফ্রিকার কোওয়াজুলু-নাটাল নঙ্গোমাতে জন্মগ্রহণ করেন রাজা গুডউইল। তিনি রাজা সাইপ্রিয়ান ভেকুজুলু এবং তার দ্বিতীয় স্ত্রী রানী থমোর বড় ছেলে।

১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর রাজা গুডউইল জোয়েলিথিনিকে সিংহাসনে নিয়োগ দেয়া হয়েছিল। তখন তিনি মাত্র ২০ বছর বয়সী ছাত্র ছিলেন। তবে ১৯৭১ সালের আগ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে তিনি প্রকাশ্য আসেননি।