দিগরাজে বিজিবি’র সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
খুলনা: খুলনার মংলার দিগরাজে বিজিবি’র নিজস্ব ট্রেনিং সেন্টারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৫ জুন) সকালে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খুলনা সেক্টরের ব্যবস্থাপনায় এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ, পিলখানা, ঢাকা) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন ও ব্যাটালিয়ন কমান্ডার লেফট্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক।
প্যারেড পরিচালনা করেন প্যারেড কমান্ডার মেজর মো. আব্দুল্লাহ আল মামুন, প্যারেড অ্যাডজুটেন্ট ছিলেন সুবেদার মো. আলী আক্কাস, ১নং কন্টিনজেন্ট কমান্ডার ছিলেন নায়েব সুবেদার মো. সাইদুর রহমান, ২নং কন্টিনজেন্ট কমান্ডার ছিলেন নায়েব সুবেদার মো. আব্দুস সালাম, পতাকাবাহী দলের কমান্ডার ছিলেন নায়েব সুবেদার মো. আমিরুল ইসলাম, নায়েব সুবেদার মো. মোফাজ্জেল হোসেন এবং প্যারেড হাবিলদার মেজর মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন। পরে নতুন নিয়োগপ্রাপ্ত সৈনিকদের শপথ বাক্য পাঠ করানো হয়। প্যারেড শেষে বিশেষ কৃতিত্ব অর্জনকারী সৈনিকদের পুরস্কার দেওয়া হয়।
বিজিবি’র সূত্র জানায়, ২১ বিজিবি খুলনা সেক্টরের ব্যবস্থাপনায় মংলার দিগরাজে বিজিবির নিজস্ব ট্রেনিং সেন্টারে চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ৮৮তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।
এতে মোট ৮৮জন প্রশিক্ষণার্থী অংশ নেন। মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে সৈনিকরা পেশাগত জীবনে পদার্পণ করেন।