আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দিঘার সৈকতে ৩৫ ফুট তিমি

দিঘার সৈকতে ৩৫ ফুট তিমি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২০ , ৫:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতের দিঘার কাছে সমুদ্রসৈকতে ৩৫ ফুটের বিশাল বড় এক তিমি মাছের নিথর দেহ পড়ে ছিল। কলকাতা থেকে দেড়শ’ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের এ সৈকতে ঢেউয়ের সঙ্গেই ভেসে আসে দেহটি।

বিরাট প্রাণীটির মাথা রক্তে ভেসে যাচ্ছিল, তার লেজেও ছিল একাধিক আঘাত। কীভাবে এ প্রাণীটির মৃত্যু হল তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। বন ও বন্যজীবন এবং মৎস্য বিভাগের কর্মকর্তারাও আসেন সেখানে। সূত্র : এনডিটিভি।