আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দিল্লি সফরে মমতা: বিকেলে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি সফরে মমতা: বিকেলে মোদির সঙ্গে বৈঠক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২১ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভারতের রাজধানী দিল্লি সফর করছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে তিনি সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সোমবার দিল্লি পৌঁছান মমতা। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম দিল্লি সফর। খবর আনন্দবাজার অনলাইনের। চার দিনের সফরে রাজধানীতে ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে তার বৈঠক রয়েছে। আবার মঙ্গলবার থেকেই বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গেও একে একে বৈঠক করার কথা তৃণমূল নেত্রীর।

তৃণমূল সূত্রের খবর, আজ মোদি ছাড়াও সর্বভারতীয় ক্ষেত্রে আরও তিন ওজনদার নেতার সঙ্গে বৈঠক করবেন মমতা। বেলা ২টায় রয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে বৈঠক। তার পরই রয়েছে কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে। মাঝখানে কিছু সময় মোদির সঙ্গে। তারপর আবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস সংসদ সদস্য অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে বৈঠক, যাকে ইদানীং তৃণমূলের হয়ে একাধিক মামলা লড়তে দেখা গেছে। সব মিলিয়ে আজ দিনভর মমতার রাজধানী সফরের প্রতিটি পদক্ষেপের দিকে নজর থাকবে।