আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দুই নতুন অধিনায়কের হাত ধরে আজ শুরু আইপিএল

দুই নতুন অধিনায়কের হাত ধরে আজ শুরু আইপিএল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ২৬, ২০২২ , ১০:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : আইপিএলের গত আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই যেন শুরু হচ্ছে এবারের আসর। ২০২১ সালের আসরে ফাইনালে মুখোমুখি হওয়া দুই দল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়েই পর্দা উঠছে আইপিএলের ১৫তম আসরের। আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট। তবে এবার বদলে গেছে দুই দলেরই অধিনায়ক। নতুন দুই অধিনায়কের হাত ধরেই শুরু হচ্ছে এবারের আইপিএল। আগেই দিল্লি ক্যাপিট্যালস থেকে আসা শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল কলকাতা। অন্যদিকে তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার কাঁধে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

অধিনায়কত্বের প্রথম ম্যাচটি অবশ্য সহজ হচ্ছে না জাদেজার জন্য। কেননা ইনজুরির কারণে তারকা পেসার দীপক হুদাকে লম্বা সময় এবং ভিসা জটিলতায় প্রথম ম্যাচে তারকা অলরাউন্ডার মইন আলিকে পাচ্ছে না চেন্নাই। অবশ্য একই সমস্যায় পড়তে হবে আইয়ারকেও। অ্যালেক্স হেলসের বদলি হিসেবে নেওয়া অ্যারন ফিঞ্চ এখনই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। ফলে টপঅর্ডার নিয়ে ভিন্ন চিন্তাই করতে হবে কলকাতাকে। পাশাপাশি কিউই পেসার টিম সাউদিও থাকছেন না আজকের ম্যাচে।

এছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অতীত ইতিহাসও সুখকর নয়। এই মাঠে ১১ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। ওয়াংখেড়েতে জয়ের শতকরা হারে বাকি সব দলের চেয়েই পিছিয়ে কলকাতা। পাশাপাশি চেন্নাইয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও বেশ পিছিয়ে দুইবারের চ্যাম্পিয়নরা। দুই দল মিলে খেলা ২৭ ম্যাচে চেন্নাইয়ের জয় ১৮টি, কলকাতা জিতেছে ৮টি, পরিত্যক্ত অন্য ম্যাচটি। গত আসরে তিনবারের দেখায় তিনবারই জিতেছে চেন্নাই।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:
রুতুরাজ গাইকদ, রবি উথাপ্পা, ডেভন কনওয়ে, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবাম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, রাজবর্ধন হাঙ্গারেকার, ক্রিস জর্ডান/মহেশ থিকশানা ও অ্যাডাম মিলনে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:
ভেংকটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, স্যাম বিলিং (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনিল নারিন, চামিকা করুনারাত্নে, শিবাম মাভি, ভরুন চক্রবর্তী ও উমেশ যাদব।