আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টি-২০ ম্যাচে দুই হাজারের ঘরে বাংলাদেশের প্রথম মাহমুদুল্লাহ

টি-২০ ম্যাচে দুই হাজারের ঘরে বাংলাদেশের প্রথম মাহমুদুল্লাহ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২২ , ৫:২৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দুই হাজার রানের কীর্তি গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে তিন চারে ২১ রানের ইনিংস। ওই রান করতেই দুই হাজার রানের কীর্তি গড়েন তিনি।
মাহমুদুল্লাহ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার আগে একশ’ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। ২০০৭ সালে টি-২০ অভিষেক হওয়া এই মিডল অর্ডার ব্যাটার ১১৫ ম্যাচ খেলে করেছেন দুই হাজার ২ রান। ছয় ফিফটিতে ২৩.৮৪ গড়ে ওই রান করেছেন তিনি। মাহমুদুল্লাহর পরেই আছেন দেশসেরা ক্রিকেটার খ্যাত সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৯৬ ম্যাচ খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে এক হাজার ৯০৮ রান। সাকিবের পরেই আছেন টি-২০ থেকে সাময়িক অবসর নেওয়া তামিম ইকবাল। তার রান ৭৪ ম্যাচে এক হাজার ৭০১। চারে আছেন মুশফিকুর রহিম। মিডল অর্ডার এই ব্যাটার আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি। ইনজুরি কাটিয়ে তিনি টি-২০ ক্যারিয়ারের শততম ম্যাচ খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে দেশের পক্ষে চতুর্থ সর্বোচ্চ ১ হাজার ৪৯৫ রান। টি-২০ ফরম্যাটে দেশের পঞ্চম ব্যাটার হিসেবে এক হাজার রানের ঘরে ঢুকেছেন সৌম্য সরকার।